জেলহত্যা দিবসে আগুন-সন্ত্রাস প্রতিরোধের শপথ নিলেন ডা. মুরাদ
নিজস্ব প্রতিবেদকঃ আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে হরতাল অবরোধের নামে বিএনপি-জামায়াত যে অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং মানুষের জান-মালের ক্ষতিসাধন করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। শুক্রবার (৪ নভেম্বর) জেলহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এবং শপথ করে বলেন যেকোন মূল্যে জামাত-বিএনপির অপতৎপরতাকে তাঁর নির্বাচনী এলাকায় তিনি রোধ করবেন। এজন্য তিনি তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেন। জামালপুরের সরিষাবাড়ীতে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে শপথ করেন এবং প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। শুক্রবার (৩ নভেম্বর) রাতে বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে পুরাতন দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ডা. মুরাদ এসময় বলেন, 'জাতীয় চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক। তাঁদেরকে কারাগারে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে ...