সরিষাবাড়ীতে দোয়া ও গ্রেনেড হামলার প্রতিবাদে ডাঃ মুরাদ হাসান এমপির বিক্ষোভ মিছিল...

 


আশরাফুল ইসলাম নিজেস্ব প্রতিনিধিঃ 


জামালপুরের সরিষাবাড়ীতে ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নৃশংস গ্রেনেড হামলায় শহীদ আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ ২১ আগষ্ট রোজ সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের পুরাতন দলীয় কার্যালয়ে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 




উক্ত অনুষ্ঠানে মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি। 




বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, জেলা পরিষদে সদস্য খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি,


পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, এডঃ মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রাঙ্গা, সহ-সভাপতি রহিচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী,


পৌর যুবলীগের সভাপতি, সুরুজামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজনু মিয়া, সহ দলীয় অঙ্গ সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 




পরে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান এমপির নেতৃত্বে গ্রেনেড হামলার প্রতিবাদে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। 




বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

Comments

Popular posts from this blog

জেলহত্যা দিবসে আগুন-সন্ত্রাস প্রতিরোধের শপথ নিলেন ডা. মুরাদ